বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ চৈত্র ১৪২৯

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১:৫৪ পিএম | অনলাইন সংস্করণ

ফাইল ছবি

ফাইল ছবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে। এর আগে টসে জিতে তামিম বাহিনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড দলনেতা।  

আয়ারল্যান্ড ও বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ওয়ানডে সিরিজে একে অপরের মুখোমুখি হয়েছে। সবশেষ ২০১০ সালে ২ ম্যাচের সিরিজ ড্র হলেও তার তিন বছর আগে ঘরের মাটিতে আইরিশদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। তিন ম্যাচের সেই সিরিজ বাংলাদেশ জিতে ৩-০ ব্যবধানে।

২০০৭ সালে প্রথম ওয়ানডে খেলার পর দুদল সবশেষ মুখোমুখি হয় ২০১৯ সালে। এ পর্যন্ত তারা মুখোমুখি হয়েছে ১০ ম্যাচে। যেখানে জয়ের পাল্লাটা হেলে আছে তামিম ইকবালের দলের দিকে। বাংলাদেশের ৭ ম্যাচে জয়ের বিপরীতে সফরকারীদের জয় ২ ম্যাচে। একটি ম্যাচে কোনো ফল হয়নি।

ওয়ানডেতে মুখোমুখি দেখায় সর্বোচ্চ রানের ইনিংসটি বাংলাদেশের। যদিও কোনো প্রতিপক্ষ একবারের জন্যও তিনশর বৈতরণী পার হতে পারেনি। ২০১৯ সালের মে মাসে ডাবলিনে ২৯৪ রান করেছিল বাংলাদেশ। পরের সর্বোচ্চ স্কোরটিও টাইগারদের, ২৯৩। আয়ারল্যান্ডের সর্বোচ্চ রানের ইনিংসটি ২৯২।

আবার দুদলের মধ্যে সর্বনিম্ন রানের ইনিংসটি আয়ারল্যান্ডের। ২০০৮ সালে মিরপুরে তাদের ১৬২ রানে সীমাবদ্ধ রেখেছিল লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংসটি ১৬৯।

ডেল্টা টাইমস্/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com