শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

আইরিশদের বিপক্ষে যে ভুল করতে চান না হাথুরুসিংহে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪:২০ পিএম | অনলাইন সংস্করণ

আইরিশদের বিপক্ষে যে ভুল করতে চান না হাথুরুসিংহে

আইরিশদের বিপক্ষে যে ভুল করতে চান না হাথুরুসিংহে

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ফেভারিট দাবি করতেই পারে বাংলাদেশ। তবে টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে তা মানতে নারাজ। উল্টো আইরিশদের সমীহ করে তিনি মনে করিয়ে দিলেন নিজেদের দিনে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে বাংলাদেশকে। ঘরের মাঠে ২০১৫ সাল থেকে ১৪ সিরিজের ১২ টিতে জিতেছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে আয়ারল্যান্ডের সঙ্গে তাদের দেখা হয়েছে ১০ বার। যার মধ্যে ৭ বারই জয়ের মুখ দেখেছে টাইগাররা। একটি ম্যাচ হয়েছে পরিত্যাক্ত।

২০০৮ সালে বাংলাদেশ সফরে এসে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গেছে আইরিশরা। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তারা উন্নতি করেছে পারফরম্যান্সে। ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের অভিজ্ঞিতাও আছে তাদের।

আর তাইতো শনিব প্রথম ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে সফরকারীদের বেশ গুরুত্ব দিয়েই কথা বললেন। আইরিশদের হাল্কাভাবে নিয়ে ক্যারিয়ারের অন্যতম ভুল করতে নারাজ টাইগার কোচ।

তিনি যেমনটা বলছিলেন, ‘ভেরি ডেঞ্জারাস। নট অ্যাট অল। আমরা আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ইংল্যান্ডের মতো করেই সমীহ করছি। আমি নিশ্চিত করে বলতে পারি আপনার মতো করে চিন্তা করাটা কতটা ভুল হবে আমার ক্যারিয়ারের জন্য। আমরা আয়ারল্যন্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।’

নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন জানিয়ে কোচ বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি তাদের বিপক্ষেও আমাদের মানসিকতা একই। আমরা তাদের সম্মান করছি। সঙ্গে এও বলতে চাই আমরা কোনো দলকে ভয় পাই না। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে এটাই আমাদের একমাত্র মন্ত্র। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা যখন আমাদের সেরা ক্রিকেট খেলি তখন যে কোনো দলকেই হারাতে পারি।’

তুলনামূলক সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ড, এই সিরিজে কি তবে দুই একটি পরীক্ষা চালানো যাবে? এমন প্রশ্নে হাথুরুসিংহে সাফ জানালেন কোনো প্রতিপক্ষই সহজ নয়।

তার ভাষায়, ‘সিরিজ জয় ও এক্সপেরিমেন্ট দুটোই। আমাদের সব সময়ই মূল লক্ষ্য থাকে জয়, আমরা যাদের বিপক্ষেই খেলি। আমি আপনার প্রথম স্টেটমেন্টে একমত নই আয়ারল্যান্ড সহজ দল। এখনকার আন্তর্জাতিক অঙ্গনে কোনো দলই সহজ দল নয়। 'পরিসংখ্যানটা মনে হয় সবাই জানি, তারা ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছে। নিজেদের দিনে যে কোনো দলই যে কাউকে হারাতে পারে। আমরা আমাদের সুযোগগুলো নেব অবশ্যই। সঙ্গে অবশ্যই জিততে চাইবো।’


ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com