বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

শান্তি ও আলোচনার জন্যই শি জিনপিংয়ের রাশিয়া সফর
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৩:৫২ পিএম | অনলাইন সংস্করণ

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন : ছবি সংগৃহীত

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন : ছবি সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন রাশিয়া সফর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই। চীন অবশ্যই ইউক্রেন সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ‘নির্মোহ এবং নিরপেক্ষ অবস্থান’ তুলে ধরবে। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। খবর: সিএনএন’র।

ওয়াং ওয়েনবিন বলেন, ‘এক বাক্যে বললে চীনের দিক থেকে মূলকথা হলো, শান্তি প্রতিষ্ঠা ও আলোচনায় উৎসাহিত করা।’ কোনো দেশের নাম উল্লেখ না করে ওয়াং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের সমালোচনা করেন।

অস্ত্র বিক্রির মাধ্যমে কিছু দেশ দ্বৈত চরিত্র বজায় রাখছে বলেও অভিযোগ করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘তারা ইউক্রেন ইস্যুতে আগুনে তেল ঢালছেন।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং জানান, রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করবেন। গত বছর পুতিনের ইউক্রেন আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com