বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ চৈত্র ১৪২৯

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই
মোঃ মাজহারুল ইসলাম সৈকত
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৩:৩৯ পিএম | অনলাইন সংস্করণ

.

.

'শিক্ষা সফরের গাড়ি দুর্ঘটনা' এই লেখাটা গুগলে লিখে সার্চ করুন তাহলে দেখবেন কতটা ভয়াবহ এখনকার শিক্ষা সফরের যাতায়াত পথ। হয়ত আজও কোথাও শিক্ষা সফরের বাস দুর্ঘটনা ঘটেছে তা দেখতে পাওয়া যাবে। একবার ভেবে দেখেছেন কি কেন শিক্ষা সফরের বাস বেশী দুর্ঘটনার কবলে পড়ে.?

শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে শিক্ষা সফর সংযুক্ত থাকে। শুধু সিলেবাসের পড়াশোনার ব্যস্ত থাকলে হয়না, বরং শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ইত্যাদি জ্ঞান বিকাশের অন্যতম মাধ্যম। আর এসব আয়ত্ত করতে হলে শিক্ষা সফরের বিকল্প নেই। তাইতো প্রতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারী অর্থাৎ শীত মৌসুমের শেষ প্রান্তে এসে শিক্ষক শিক্ষার্থীরা এক হয়ে শিক্ষা সফরের উদ্দেশ্যে দূরদূরান্তে ভ্রমণ করে থাকে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের বন্ধন যেমন দৃঢ় হয় তেমনি শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় ভালো বোঝাপড়া। দীর্ঘ পড়াশুনার চাপ কাটিয়ে শিক্ষার্থীদের ক্লান্তি কেটে নতুন করে শুরু করার একটি মাধ্যম হিসেবে শিক্ষা সফর ভূমিকা পালন করে থাকে। কিন্তু এই শিক্ষা সফর যখন বিষাদে রূপ নেই তখন যেন সব কিছুই বৃথা হয়ে যায়। এখন টিভিতে নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া খুললেই এসব দুর্ঘটনার খবর শুনতে পাই। এসব দুর্ঘটনা মানেই কারো পরিবারের স্বপ্ন ভঙ্গ একেকটি পরিবারের নেমে আসে শোকের মাতম। প্রতিবছর এমন দুর্ঘটনায় শত শত নিহতের পাশাপাশি হাজার হাজার আহত হয়। এসব দুর্ঘটনার জন্য শুধু কি চালকেরাই দায়ী?

না বরং এসব দুর্ঘটনার জন্য চালকের চেয়ে বেশী দায়ী যাত্রীরাই।আজ আমরা শিক্ষা সফর মানেই বুঝি বাসের মধ্যে গান-বাজনা-নৃত্য পরিবেশন করা। আজ আমরা শিক্ষা সফর মানেই বুঝি বাসের মধ্যে গায়ের জামা খুলে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নৃত্য করা। গত  দুয়েকদিন আগে একটা দোকানে চা খেতে বসে পাশের এক শিক্ষার্থীকে বলতে শুনছিলাম "এবারের শিক্ষা সফরে তো আমার যাওয়ার ইচ্ছাই ছিলোনা শুধু মাত্র বাসের জন্যই গিয়েছি, বাসের নাচানাচির মজাটা সবচেয়ে বেশী"। এই কথা শুনেই মনে হলো এই অসচেতনতা বলি বা অতিরঞ্জনতা বলি এটা নিয়ে কিছু লেখা উচিত।

হ্যাঁ এটাই বাস্তব যে বর্তমানে প্রতিটি সফরের বাসের পরিস্থিতি দেখলে বুঝা যাবেনা এটা বাস নাকি কোনো কন্সার্ট স্টেজ। আপনি হয়ত বলতে পারেন গান বাজনার সাথে দুর্ঘটনার সম্পর্ক কী? হ্যাঁ আসল সম্পর্ক সেখানেই। সায়েন্স বলে মানুষ একসাথে দুই দিকে কিংবা দুই কাজে মনোসংযোগ ঘটাতে পারেনা একটি বিরতি দিয়ে অন্যটিতে মনোযোগ দিতে হয়। এই বিরতি অনু সময়ের জন্য হতে পারে কিংবা অধিক সময়ের জন্যও হতে পারে। গাড়িতে যখন উচ্চস্বরে গান বাজনা হয় তখন চালক আবেগ বশবর্তী হয়ে যদি সেই গান উপভোগে মনোযোগী হয়ে যায় তাহলে গাড়ি চালানোয় অমনোযোগী হয়ে যেতে পারে। আবার গাড়িতে উচ্চস্বরে গান বাদ্য ও চেচামেচি হলে চলক রাস্তায় অন্য গাড়ির হর্নের আওয়াজ শুনতে বিগ্ন ঘটতে পারে, এতে করে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। শুধু তাই নয় ধরুন আপনি যদি একটি সাইকেল কিংবা বাইকের পিছনে বসে একটু নড়াচড়া করেন তাহলে যে বাইক চালায় তার পক্ষ বাইক নিয়ন্ত্রণ করা কষ্ট হয়। তেমনি একটি বাসে একসাথে ৫০/৬০ জন মানুষ যদি গানের তালে পুরো শক্তি নিয়ে নাচানাচি করে তাহলে সেক্ষেত্রে চালকের সেই গাড়ি নিয়ন্ত্রণে বাধাগ্রস্ত হওয়ারই কথা। এসব অসাবধানতার কারণে অন্যান্য যানবাহনের তুলনায় শিক্ষা সফরের গাড়ি বেশী হারে দুর্ঘটনার কবলে পড়ে এবং হতাহতের পরিমাণ ও বেশী হয়।

শিক্ষা সফরের প্রয়োজন রয়েছে, কিন্তু এটাও মনে রাখতে হবে শিক্ষা সফর নিছক কোনো বিনোদন বা আনন্দ সফরের উদ্দেশ্যে হওয়া উচিত নয়। শিক্ষা সফরে আমরা শিক্ষার্থীদের কী শিখাতে পারলাম সেটা লক্ষ রাখা প্রয়োজন। আজকাল আমরা শিক্ষা সফরের স্পষ্ট ঠিক করতেই ব্যর্থ। শিক্ষা সফরের জন্য এখন ঐতিহাসিক স্থান নির্ধারণ করা হয়না, যেখানে গিয়ে শিক্ষার্থীরা বইয়ে পড়া ইতিহাস ঐতিহ্যের প্রত্যক্ষ সাক্ষী হয়ে আসতে পারবে। এখন শিক্ষা সফরের জন্য ঠিক করা হয় পার্ক, বোটানিক্যাল গার্ডেনের মত অশ্লীলতম স্থান। ছোট বাচ্চা শিক্ষার্থীরা কি শিখছে এসব জায়গায় গিয়ে তা আমার বলার অপেক্ষা রাখেনা।

আমাদের শিক্ষকদের দায়িত্ব শিক্ষা সফরে যাওয়ার আগে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিক্ষা সফরের  নিয়মাবলি শিখানো। বাসে গান-বাদ্য বাজিয়ে শব্দ দূষণ করে শিক্ষা সফরের কালচার দূর করার শিক্ষা আগে প্রয়োজন। অন্যথায় খাল কেটে কুমির আনার পরিণতি শোকাবহ ও বেদনাদায়ক হবে। এ বিষয়ে শিক্ষক শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে।


লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।


ডেল্টা টাইমস্/মোঃ মাজহারুল ইসলাম সৈকত/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com