বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ চৈত্র ১৪২৯

কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ২:৩২ পিএম | অনলাইন সংস্করণ

কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আল্লার দান ফল ভান্ডার নামের এক দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পৌনে ১০টার দিকে অভিযানটি শেষ হয়।

অভিযান চলাকালে আল্লার দান ফল ভান্ডার দোকানের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা কারওয়ান বাজারের কিচেন মার্কেট ঘুরে দেখেন। এ সময় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দ্রব্যমূল্যের দাম জানেন তারা।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, সরবরাহে কোনো প্রকার কমতি নেই। তবে মূল্যে কেউ যদি কারসাজি করেন, তা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন; কালোবাজারিদের বিরুদ্ধে যাতে আমরা কঠোর থাকি। এটা আমাদের জন্য অনুপ্রেরণ। এই অনুপ্রেরণা কাজে লাগিয়ে অভিযান পরিচালনা করা হবে। আমরা সবাই চাই ভোক্তাবান্ধব বাজার।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।


ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com