বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ চৈত্র ১৪২৯

এইচএসসি সমমান আলিম পরীক্ষা-২০২২
শতভাগ পাশ ও জিপিএ-৫ এ শেরপুর উপজেলায় শীর্ষে উলিপুর ফাজিল মাদ্রাসা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪০ পিএম আপডেট: ০৮.০২.২০২৩ ৩:০৮ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি সমমান আলিম পরীক্ষা-২০২২ এ বগুড়ার শেরপুর উপজেলায় শতভাগ পাশসহ জিপিএ-৫ এ শীর্ষে রয়েছে উপজেলার উলিপুর আমিরিয়া সমতুল্যা মহিলা ফাজিল (স্নাতক) মাদরাসা। ০৮ ফেব্রুয়ারী  (বুধবার) প্রকাশিত এইচএসসি সমমান আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। 

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়,  এ উপজেলায় মোট মাদরাসার সংখ্যা ৪২টি। যার মধ্যে এইচএসসি সমমান আলিম স্তরে মাদরাসার সংখ্যা পাঁচটি। এবারের আলিম পরীক্ষায় শেরপুর শহিদিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেন  জন ১০১ শিক্ষার্থী। পাশ করেছেন ৯৮ জন। বিজ্ঞান বিভাগে ১৬ জন পাশ করার পাশাপাশি অকৃতকার্য হয়েছেন ১জন পরীক্ষার্থী। আর জিপিএ ৫ পেয়েছেন ৪ জন। সাধারণ বিভাগে ৮২ জন পাশ করার পাশাপাশি অকৃতকার্য হয়েছেন ২ জন পরীক্ষার্থী।  আর জিপিএ ৫ পেয়েছেন ৭ জন। পাশের হার ৯৭.০৩ আর মোট জিপিএ ৫ পেয়েছেন ১১ জন। 

শতভাগ পাশ ও জিপিএ-৫ এ শেরপুর উপজেলায় শীর্ষে উলিপুর ফাজিল মাদ্রাসা

শতভাগ পাশ ও জিপিএ-৫ এ শেরপুর উপজেলায় শীর্ষে উলিপুর ফাজিল মাদ্রাসা

আলতাদিঘী ফাজিল (স্নাতক) মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩০ জন শিক্ষার্থী। পাশ করেছেন ২৯ জন। পাশের হার ৯৬.৬৭ ভাগ। আর এ প্রতিষ্ঠান থেকে এ বছর জিপিএ ৫ পেয়েছেন ৩ জন।

ঘৌড়দৌড় এনপি আলিম মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ জন শিক্ষার্থী। পাশ করেছে ১৫ জন। পাশের হার ৯৩.৭৫ ভাগ। আর এ প্রতিষ্ঠান থেকে এ বছর কেউ জিপিএ-৫ পায়নি।

জামুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৯ জন শিক্ষার্থী। পাশ করেছে ১৮ জন। পাশের হার ৯৪.৭৪ ভাগ। আর এ প্রতিষ্ঠান থেকে এ বছর কেউ জিপিএ-৫ পায়নি।

অন্যদিকে, উলিপুর আমিরিয়া সমতুল্যা মহিলা ফাজিল (স্নাতক) মাদরাসা থেকে এবারের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৭ জন শিক্ষার্থী। পাশ করেছেন ৫৭ জন। বিজ্ঞান বিভাগে ১৪ জন পরীক্ষা দিয়ে ১৪ জনই পাশ করার পাশাপাশি জিপিএ ৫ পেয়েছেন ৮ জন পরীক্ষার্থী। সাধারণ বিভাগে ৪৩ জন পরীক্ষা দিয়ে ৪৩ জনই পাশ করার পাশাপাশি জিপিএ ৫ পেয়েছেন ৬ জন। পাশের হার ১০০ ভাগ। আর মোট জিপিএ ৫ পেয়েছেন ১৪ জন। 

সে হিসেবে আলিম পরীক্ষা-২০২২ এ পাশের হার ও জিপিএ-৫ পাওয়ার তালিকায় এ উপজেলায় শীর্ষে রয়েছে উলিপুর আমিরিয়া সমতুল্যা মহিলা ফাজিল (স্নাতক) মাদরাসা। 

এ প্রসঙ্গে উলিপুর আমিরিয়া সমতুল্যা মহিলা ফাজিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ মাও: আব্দুল হাই বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশনানুযায়ী করোনাকালীন সময়েও আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাশ নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। শিক্ষার্থীদের আন্তরিকতা ও আমার প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর ডেডিকেটেড মনোভাব এ ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে। এমন ফলাফলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। 


ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/ সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com