জেমিকে পাওনা পরিশোধে তালবাহানা
বাফুফেকে আর্থিক অনুদান বন্ধের ঘোষণা দিল ফিফা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বাফুফেকে আর্থিক অনুদান বন্ধের ঘোষণা দিল ফিফা মূলত বাংলাদেশের সাবেক ফুটবল কোচ জেমি ডের পাওনা অর্থ ২৭ ডিসেম্বরের মধ্যে বুঝিয়ে না দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের সাবেক প্রধান কোচ জেমি ডেকে তার পাওনা বুঝিয়ে না দিয়ে নিজেদের বিপদ বাড়িয়েছে বাফুফে। ইংলিশ কোচকে তার পাওনা বুঝিয়ে দেয়ার শেষ সময় ছিল গত বছরের ২৭ ডিসেম্বর। কিন্তু ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এসেও সে অর্থ বুঝে পাননি জেমি ডে। ২০২১ সালের ২২ সেপ্টেম্বর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের একক সিদ্ধান্তে বাংলাদেশ ছেড়েছিলেন ইংলিশ কোচ। কিন্তু তখনো হেড কোচের চুক্তির আরো ১১ মাস বাকি ছিল। বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় ফুটবল ফেডারেশন কোচের অর্থ তো বুঝিয়ে দেয়নি বরং জেমির দ্বারস্থ হতে হয়েছে ফিফার। পরবর্তীতে কোচের পক্ষে সিদ্ধান্ত দেয় ফিফা। ফলে বাফুফের জরিমানা গুনতে হবে প্রায় কোটি টাকা। এই সিদ্ধান্তের ভেতর আপিল করেও লাভ হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ২৭ ডিসেম্বরের ডেডলাইন মানতে না পেরে উল্টো বন্ধ হয়ে গেছে উন্নয়ন খাতে ফিফার অনুদান। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |