বগুড়ার শেরপুরে গাড়ীর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
|
বগুড়ার শেরপুর উপজেলায় অজ্ঞাত গাড়ীর চাপায় জাহিদ হাসান (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত যুবক জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার বাবলু মিয়ার ছেলে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে পৌর শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়ার শেরপুরে গাড়ীর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত জানা যায়, শেরপুর শহরে ব্যক্তিগত কাজের উদ্দ্যেশ্যে শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার নিজ বাড়ী থেকে জাহিদ হাসান মোটরসাইকেলযোগে আসছিল। এ সময় কলেজরোড এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি অজ্ঞাত গাড়ী তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা আরেকটি অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই জাহিদ নিহত হন। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন জানান, আইনি পদক্ষেপ শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে গাড়ী পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/ সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |