বুধবার ২২ মার্চ ২০২৩ ৮ চৈত্র ১৪২৯

পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৭২
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১১:৪৮ এএম আপডেট: ৩১.০১.২০২৩ ১:০৪ পিএম | অনলাইন সংস্করণ

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন কম্পাউন্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে মসজিদটির ধ্বংসাবশেষ থেকে আরও ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে মসজিদের সেন্ট্রাল হলে বিস্ফোরণটি ঘটে। ওই সময় যারা জোহরের নামাজ পড়ছিলেন, তাদের ওপর ছাদ ভেঙে পড়ে।
 
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, জোহরের নামাজ চলাকালে আত্মঘাতী হামলাকারী যখন বিস্ফোরণ ঘটায়, তখন সামনের সারিতে সে নিজেও উপস্থিত ছিল।    
 
পুলিশ জানিয়েছে, মসজিদের ইমাম সাহেবজাদা নূর উল আমিনও বিস্ফোরণে নিহত হয়েছেন। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
 
আত্মঘাতী এ বিস্ফোরণে নিহতের ঘটনায় খাইবার পাখতুনওয়ানের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান মঙ্গলবার প্রদেশে একটি দিনের শোক ঘোষণা করেছেন।
 
এদিকে বিস্ফোরণে আহতদের দেখতে পেশোয়ারে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম বলেছেন, বিস্ফোরণের পর আহত ১৫৭ জনকে চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়া বিস্ফোরণে নিহত ৪০ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিস্ফোরণের পর মসজিদের ভেতরের ২০০-২৫০ মুসল্লি ধারণক্ষমতাসম্পন্ন মূল অংশটির সামনের দিকের ছাদ ভেঙে পড়ে বলে জানান পেশোয়ারের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান। ওই ছাদের নিচে এখন পর্যন্ত কিছু পুলিশ সদস্যের মরদেহ আটকা পড়ে আছে বলেও জানান তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ অনেকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ তার দলের নেতাকর্মীদের আহতদের জন্য রক্ত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ডেল্টা টাইমস্/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com