মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১

নদীর তলদেশ থেকে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৪:০৬ পিএম | অনলাইন সংস্করণ

নদীর তলদেশ থেকে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১
নদীর তলদেশ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় কামাল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রাম তীরবর্তী কেন্দুয়া নদী থেকে বস্তা ভর্তি ওই বিদেশি মদের চালান উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কামাল, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভজ গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ৩টায় তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, উপজেলার চতুর্ভুজ গ্রামের এক বসত বাড়িতে বিদেশি মদ কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযানে নামে।

থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার গণ উপজেলা কামার কান্দি গ্রামের কামাল হোসেনের হাতে থাকা ব্যাগ থেকে প্রথমে এক বোতল বিদেশি মদ উদ্ধার করে। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রামে তার বসত বাড়ির পেছনে রশি দিয়ে বাঁধা অবস্থায় তিনটি বস্তা ভর্তি ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় বসত বাড়িতে মদ কেনা বেচায় থাকা অপর তিন মাদক কারবারি পালিয়ে গেলেও পুলিশ কামালকে গ্রেপ্তার করে।

বুধবার রাতে কামালকে গ্রেপ্তার ও অপর তিন মাদক কারবারিকে পলাতক দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়।  



ডেল্টা টাইমস্/রাহাদ হাসান মুন্না/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com