জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ কমপ্লেক্স রুমে আশ্রয়ণ প্রকল্প-২ টাস্ক ফোর্স কমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই আজকের এই উন্নয়ন সম্ভব হচ্ছে। বিশ্বব্যাংক আজ বাংলাদেশের উন্নতি দেখে প্রশংসা করছে। আগামীতে বাংলাদেশের উন্নয়নে তারা আর্থিক সহায়তা অব্যাহত রাখবে বলে কথা দিয়েছে। যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে, হাওয়া ভবন তৈরি করেছে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। ২০২৪ সালের নির্বাচনেও মানুষ নৌকায় ভোট দেবে বলে আমারা আশা করি। বিরল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ওয়াজেদ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার নয়টি প্রকল্পে প্রায় ১১শ উপকারভোগীর মাঝে সাইকেল, আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |