বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১

পেটে কাঁচের টুকরা ঢুকিয়ে তরুণীর ‌‘আত্মহত্যা’
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৯:৫৯ এএম | অনলাইন সংস্করণ

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর নিকেতনে কলহের জেরে পেটে কাঁচের টুকরা ঢুকিয়ে মোছা. মাহিমুন মুলান (২২) নামের এক তরুণি আত্মহত্যা করেছেন বলে তার স্বামী অভিযোগ করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত দশটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহিমার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃতের স্বামী জোবায়ের হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি গুলশান থানাকে জানানো হয়েছে। থানা থেকে টিম এসে ব্যবস্থা নিচ্ছে।

বাচ্চু মিয়া বলেন, মেয়েটি বোতল ভেঙে নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বামী বলেছেন। বিষয়টি এখনও নিশ্চিত নই। এ বিষয়ে তদন্তসাপেক্ষে বলা যাবে।

পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে সূত্র ধরে গত মে মাসে বিয়ে করেন জোবায়ের ও মাহিমা। বর্তমানে তারা উত্তর বাড্ডার পূর্বাঞ্চল নাবিল হাউজিংয়ে একটি ফ্লাটে ভাড়া থাকতেন। সেখানে তাদের সঙ্গে মাহিমার ছোটবোনও থাকতেন।

জোবায়ের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে চতূর্থ বর্ষে পড়াশোনা করেন। পড়ালেখার পাশাপাশি তিনি গুলশান ১১০ নম্বর রোডের ড্রোব প্রডাকশন মিডিয়া হাউজে চাকরি করেন।

ডেল্টা টাইমস্/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com