দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
ডেল্টা টাইমস ডেস্ক :
|
![]() ফাইল ছবি বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়ার আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা উঠানামা করছে। যা গতকাল ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বিগত কয়েকদিন তাপমাত্রা কমে ১২-১৩ ঘরে ওঠানামা করছে। জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ সকালে তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে তাপমাত্রা। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |