উত্তরপ্রদেশে আগুনে একই পরিবারের ৬ জন নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ছবি: ইন্টারনেট মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। ফিরোজাবাদের পুলিশ কর্মকর্তা আশিষ তিওয়ারি জানান, ইনভার্টার কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। দ্রুত আগুন অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। ভুক্তভোগী পরিবারকে দুই লাখ রুপি অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের সঠিকভাবে চিকিৎসাসেবা দিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |