গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলয় ইংল্যান্ড
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ছবি: ইন্টারনেট আহমেদ বিন আলী স্টেডিয়ামে সোমবার ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে জোড়া গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড। বাকি একটি গোল করেছেন ফিল ফোডেন। আগের ম্যাচে গোল না পাওয়া ইংল্যান্ড এ ম্যাচের শুরুটাও করেছে ম্যাড়মেড়ে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের আধিপত্য বাড়ে। ৩৮তম মিনিটে দুর্দান্ত এক সুযোগ নষ্ট করেন ফোডেন। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইংলিশরা। তাতে লিড পেতে দেরিও হয়নি গ্যারেথ সাউথগেটের দলের। ৫০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে প্রথম গোলটি করেন র্যাশফোর্ড। ওয়েলসের খেলোয়াড়রা গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই পরের মিনিটে আবারও তাদের জালে বল জড়ায় ইংল্যান্ড। এই গোলেও জড়িয়ে র্যাশফোর্ডের নাম। তিনি প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার পর কেইন ডান দিক থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান আর প্রথম ছোঁয়ায় জোরাল শটে লক্ষ্যভেদ করেন ফোডেন। ৬৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান র্যাশফোর্ড। ডান দিক দিয়ে বল পায়ে নিয়ে বক্সে ঢুকেন তিনি, এরপর একজন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন গোলে। সোজাসুজি বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |