শীতে উষ্ণতা দিতে শাওমি আনল স্মার্ট স্কার্ফ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() শীতে উষ্ণতা দিতে শাওমি আনল স্মার্ট স্কার্ফ মি স্মার্ট স্কার্ফ নামের এই বৈদ্যুতিক পোশাকটির গুরুত্বপূর্ণ ফিচার হলো এটি ব্যাটারিচালিত। অর্থাৎ পোশাকটি বিদ্যুতের মাধ্যমে চার্জ নেয়। এর ভেতরে কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে যা চার্জ দেওয়া লাগে। শাওমি এই স্মার্ট স্কার্ফে রয়েছে টেম্পেরেচার হিটিং কন্ট্রোল। স্কার্ফটিতে উচ্চ বিশুদ্ধতার কার্বন ন্যানোটিউব ফিল্ম হিটিং প্রযুক্তির পাশাপাশি তাপমাত্রা সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে বিল্ট ইন ডিউপয়েন্ট থার্মাল ইনসুলেশন ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। পোশাকটিতে তিনটি ভিন্ন তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। ৩৮ ডিগ্রি সেলসিয়াস, ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং ৫০ ডিগ্রি সেলসিয়াসে স্কার্ফটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে। স্কার্ফে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এর সবথেকে আকর্ষণীয় অফারটি হল, এই স্মার্ট স্কার্ফ কিনলে সম্পূর্ণ বিনামূল্যে একটি পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন। স্কার্ফটিতে একটি গরম করার শিট দেওয়া হচ্ছে, যা আপনার ঘাড় এবং শরীরকে উত্তপ্ত করে দেয়। স্কার্ফটি আপনি পরার মাত্র ৩ সেকেন্ডের মধ্যেই কাজ শুরু করে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শাওমি স্মার্ট স্কার্ফ ওয়াশিং মেশিনেও ধুয়ে নিতে পারবেন। স্মার্ট টেম্পারেচার কন্ট্রোলড হিটিং স্কার্ফের দাম খুবই কম। আপাতত চীনেই এই স্মার্ট স্কার্ফ পাওয়া যাবে। যার দাম ১৪৯ ইউয়ান। চীনে ইউপিন ওয়েবসাইট থেকে এই স্মার্ট স্কার্ফ ক্রয় করতে পারবেন ক্রেতারা। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |