ব্রাজিল পরবর্তী ম্যাচে আরও ভালো খেলবে: মিম
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ফাইল ছবি খেলা শেষে পছন্দের দলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন মিম। ছবিতে দেখা যায়, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর জার্সি পরে আঙুল উঁচিয়ে ভিক্টরি সাইন দেখিয়ে ব্যাপক উচ্ছ্বসিত প্রকাশ করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল খুব ভালো খেলেছে। পরবর্তী ম্যাচে আরও ভালো খেলবে। প্রসঙ্গত, নিজের পছন্দের দল হেরে গেলে অনেক কষ্ট পান ‘দামাল’ খ্যাত অভিনেত্রী। এর আগে ২০১৪ সালে ব্রাজিল হেরে যাওয়ায় চোখের পানিও ফেলেছেন তিনি। তবে চলতি বছর ব্রাজিলই কাপ নেবে বলে আশা করছেন মিম। ড়েছে নির্মাতাদের চোখে-মুখে। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |