মোংলার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
|
![]() মোংলার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক শনিবার (২৬ নভেম্বর) তিনি উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সানবান্ধা আশ্রয়ণ প্রকল্পে নির্মাণাধীন প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরগুলোর নির্মাণকাজ ঘুরে দেখেন। পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জাফর রানা, সার্ভেয়ার জি. এম. বাবলু, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এসময় নির্ধারিত ডিজাইন অনুযায়ী আশ্রয়ণ প্রকল্পের কাজ শতভাগ ত্রুটিমুক্ত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। নির্মাণ কাজ শেষে যথাসময়ে ঘরগুলো ভুমিহীনদের প্রদান করা হবে। এটা প্রধানমন্ত্রীর নিজস্ব প্রকল্প। প্রধানমন্ত্রী দেশের গৃহহীন মানুষকে ঘর দিয়ে বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও উল্লেখ করেন তিনি। ডেল্টা টাইমস্/আলী আজীম/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |