ঈশ্বরদীতে গ্রেপ্তারকৃত কৃষকদের মুক্তি দাবি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ঈশ্বরদীতে গ্রেপ্তারকৃত কৃষকদের মুক্তি দাবি শনিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. এস এমএ সবুর ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন এক যৌথ বিবৃতিতে পাবনার ঈশ্বরদীতে ১২ কৃষকের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ অবিলম্বে ১২ কৃষকের মুক্তি ও ৩৭ কৃষকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, দেশে যখন লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে লুট হয়েছে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপীরা শুধু বহাল তবিয়তেই নেই! এমন না, তার রাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছে। সেইখানে মাত্র ২৫ হাজার টাকার জন্য ৩৭ জন কৃষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ১২ জন কৃষককে ১ দিনের মধ্যে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছে। নেতৃবৃন্দ বলেন, যেই কৃষক ভয়ংকর করোনা মহামারি ও এই অর্থনৈতিক লুটপাটের মধ্যেও দেশের মানুষকে বাচিয়ে রেখেছেন, ২৫ হাজার টাকার জন্য তাদের কোমরে দড়ি দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আর লুটপাটকারিরা বুক ফুলিয়ে আইন আদালত জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লুটপাট অব্যাহত রেখেছে। এইদিকে কৃষকরা বলছে, তারা তাদের গৃহীত ঋণ এবং টাকা পরিশোধ করেছিল। কিন্তু যথারীতি বা প্রশাসন গরীব কৃষকের কথা আমলে নেয় নি। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে গ্রেপ্তারকৃত কৃষকের মুুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান এবং নিপীড়িত কৃষকের পাশে দাড়ানোর জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান। উল্লেখ্য পাবনার ঈশ্বরদী উপজেলায় ২০২১ সালে সমবায় ব্যাংকের দায়ের করা ২৫ থেকে ৩০ হাজার টাকা খেলাপী ঋণের মামলা করা হয়। গত বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির করা হয়। গত বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে ১২ জন কৃষককে গ্রেপ্তার করেছে। যদিও কৃষকদের পক্ষথেকে দাবিতারা অনেক আগেই ঋণের টাকা পরিশোধ করেছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |