ছাত্রদল সভাপতির গাড়ি বহরে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
ইবি প্রতিনিধি:
|
![]() ছাত্রদল সভাপতির গাড়ি বহরে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখ পাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ইবি থানা গেট প্রদক্ষিণ করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ন-আহ্বায়ক আনোয়ার পারভেজ, সোলায়মান চৌধুরী, উল্লাস মাহমুদ, আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুরউদ্দীন, তরিকুল ইসলাম সৌরভ, মিঠুন হোসেন, রোকন, শিপন, সাক্ষর, মামুন, পুলকসহ প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য, বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিহত ছাত্রদল নেতা নয়নের বাড়ি থেকে ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ আরও কয়েকজন নেতাকে বহনকারী গাড়িটিও ভাংচুর করা হয় বলে জানা গেছে। ডেল্টা টাইমস/সিআর/আর এম রিফাত
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |