শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১

অঘটনের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে দিল জাপান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৮:৫৯ পিএম আপডেট: ২৩.১১.২০২২ ১১:৫২ পিএম | অনলাইন সংস্করণ

অঘটনের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে দিল জাপান

অঘটনের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে দিল জাপান

সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর আরও একটি অঘটনের জন্ম হলো কাতার ফুটবল বিশ্বকাপে। আগেরদিন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব।

বুধবার (২৩ নভেম্বর) আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিলো এশিয়ার ব্রাজিলখ্যাত জাপান।

আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচের মতই একই চিত্র জার্মানি-জাপানের ম্যাচে। ওই ম্যাচে যেমন প্রথমে পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। জাপানের বিপক্ষেও প্রথমে পেনাল্টি থেকে গোল করেন জার্মানির ইলকায় গুন্ডোগান।

৩৩তম মিনিটের সেই গোলের পর জার্মানরা আর গোল আদায় করতে পারেনি। উল্টো ৮ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে তারা। ৭৫তম মিনিটে জাপানের হয়ে সমতাসূচক গোলটি করেন সুপার সাব রিতসু দোয়ান। ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করেন আরেক সুপার সাব তাকুমা আসানো।

সমতায় ফেরার পর জাপানকে পেয়ে বসে জয়ের নেশায়। নিজেদের রক্ষণ সামলে বারবার প্রতি আক্রমণে যায় তারা। ব্যবধান দ্বিগুণ করতে ১০ মিনিটও সময় নেয়নি নীল সামুরাইরা। ৮৩ মিনিটে আরেক বদলি তাকুমা আসানো মাঝ মাঠ থেকে আসা বল ধরে ডান দিক দিয়ে ঢুকে দুরহ কোন থেকে পরাস্ত করেন এ সময়ের বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ন্যুয়ারকে।

শেষ কয়েক মিনিট জার্মানি গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে। ফ্রি-কিক ও কর্নার নেওয়ার সময় পোস্ট ছেড়ে জাপানের বক্সে চলে আসেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারও। কিন্তু সব আক্রমণ ঠেকিয়ে ‘এশিয়ার ব্রাজিল’খ্যাত জাপান মাঠ ছাড়ে অবিশ্বাস্য এক জয় নিয়ে।

শুরুর
অঘটনের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে দিল জাপান

অঘটনের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে দিল জাপান

এই হারটা এবারও জার্মানির ভাগ্যকে অনিশ্চিত করে তুললো। কারণ, গ্রুপের অন্য দুই দলের একটি স্পেন ও অন্যটি কোস্টারিকা। স্পেনের বিপক্ষে খারাপ ফল হলে পরপর দুই বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা তৈরি হবে সাবেক চ্যাম্পিয়নদের।

কাতারের খলিফা ইন্টারন্যশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল মুলার-ন্যুয়াররা। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেছেন জার্মানির ইলকায় গুন্ডোগান। ডেভিড রাউমকে ফাউল করেছিলেন জাপানের গোল রক্ষক সুইচি গন্ধা। স্পট কিকে কোন ভুল করেননি গুন্ডোগান।

প্রথমার্ধের ইনজুরি সময়ে দ্বিতীয়বার জাপানের জালে বল পাঠিয়েছিলেন জার্মানির কাই হাভার্টজ; কিন্তু জাপানিরা অফসাইডের দাবি তুললে ভিএআরের মাধ্যমে তা পরীক্ষা করেন রেফারি। হার্ভার্টজ অফসাইডে থাকায় গোলটি বাতিল করা হয়।

কিক অফের পর থেকেই জাপানকে চেপে ধরেছিল চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। ৮০ ভাগের ওপরে বলের দখল রেখে আক্রমণ শানাচ্ছিল তারা। ১৭ মিনিটেই গোল পেয়ে যেতে পারতো ২০১৪ সালের চ্যাম্পিয়নরা; কিন্তু আন্তোনিও রুডিগার হেড বাইরে চলে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে।

পেনাল্টিতে গোল করার চার মিনিট আগে বক্সের মাথা থেকে জোরালো শট নিয়েছিলেন গুন্ডোগান; কিন্তু বল সোজা চলে যায় জাপানি গোলরক্ষক সুইচি গন্ধার হাতে।

ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করতে পারতো জার্মানি। বক্সের মাথা থেকে জামাল মুসিয়ালা যে শটটি নিয়েছিলেন তা চলে যায় ক্রসবারের উপর দিয়ে।





ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com