রায়পুরায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নরসিংদী প্রতিনিধি:
|
![]() রায়পুরায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলা ভিটিমরজাল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকা গামী একটি মাইক্রোবাস ঢাকা-সিলেট মহাসড়কের ভিটিমরজাল এলাকায় আসা মাত্রই বিপরীত দিক থেকে ছুটে আসা ভৈরব গামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সামনের অংশে কিছুটা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা একজন ও মোটর সাইকেলে থাকা দুই আরোহী। তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। এসময় নরসিংদীর একটি হাসপাতালে নেওয়ার পথে সাাইফুল ইসলাম নামে এক মোটর সাইকেল আরোহী মারা যায়। গুরুতর আহত অপর দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মোজাম্মেল হক জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ ঘটনায় একজনের মৃত্যুর কথা জানা গেছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটিতে জব্দ করে থানায় নিয়ে আসার কথা জানান তিনি। ডেল্টা টাইমস্/সাইফুল ইসলাম রুদ্র/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |