বিপিএলে দল পাননি মুমিনুল-আশরাফুল-সোহাগ গাজী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বিপিএলে দল পাননি মুমিনুল-আশরাফুল-সোহাগ গাজী তবে এবারের বিপিএলে দল পাননি বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। দল পাননি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। এছাড়া দল না পাওয়া পরিচিত তারকাদের মধ্যে রয়েছেন সোহাগ গাজী, সোহরাওয়ার্দী শুভ, এনামুল হক জুনিয়র, শামসুর রহমান শুভ এবং জুনায়েদ সিদ্দিকী। প্লেয়ার্স ড্রাফটে তাদের নাম থাকলেও ৭ দলের কেউ তাদের ডাকেনি। ফলে তারা অবিক্রিতই থেকে গেছেন। তাদের সঙ্গে বিশ্বজয়ী যুব দলের অন্যতম সদস্য তানজিদ হাসান তামিমও কোনো দল পাননি । ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |