আনকাট সেন্সর পেল ঐশী ও ইয়াশের আদম
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আনকাট সেন্সর পেল ঐশী ও ইয়াশের আদম আবু তাওহীদ হিরণ জানালেন, বুধবার (১৬ নভেম্বর) মিস বাংলাদেশ খ্যাত ঐশী,' স্বপ্নজাল' খ্যাত ইয়াশ রোহান অভিনীত ‘আদম’-এর সেন্সর বোর্ডের সদস্যরা ইতিবাচক বার্তা দিয়েছেন। অর্থাৎ, ছাড়পত্র হাতে পেয়ে গেছি আর কোনো আপত্তি নেই। আবু তাওহীদ হিরণের ভাষায়, ‘সিনেমা ওকে’। ![]() আনকাট সেন্সর পেল ঐশী ও ইয়াশের আদম ‘আদম’ আনকাট সেন্সরের পাশাপাশি বোর্ড সদস্যদের ভূয়সী প্রশংসা পেয়েছে বলেও উল্লেখ করেন আবু তাওহীদ হিরণ। এছাড়া সনদপত্র ও হাতে পেয়ে গেছেন তিনি। এখন শিঘ্রই জানাবেন মুক্তির দিনক্ষণ। তার আগে ধাপে ধাপে চলবে প্রচার। মাসুদ পারভেজের সংলাপ ও আবু তাওহীদ হিরণের রচনায় এবং চিত্রনাট্য ছবিটি প্রযোজনা করেছেন তামিম হোসেন। মিস বাংলাদেশ খ্যাত ঐশী,' স্বপ্নজাল' খ্যাত ইয়াশ রোহান ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, আফফান মিতুল, অ্যালেন শুভ্রদের মতো তরুণ অভিনেতারা। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |