শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

বৈশাখী টিভির বগুড়া সংবাদদাতা কমলেশ মোহন্ত সানুর জীবনাবসান
বগুড়া প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৩:২৪ পিএম | অনলাইন সংস্করণ

বৈশাখী টিভির বগুড়া সংবাদদাতা কমলেশ মোহন্ত সানুর জীবনাবসান

বৈশাখী টিভির বগুড়া সংবাদদাতা কমলেশ মোহন্ত সানুর জীবনাবসান

বৈশাখি টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি কমলেশ মোহন্ত শানু (৫২) আর নেই। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শজিমেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সাংবাদিক শানুর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে। এরপরই চিকিৎসকরা গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেন। তবে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় দায়িত্বরত চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়ে তাকে মৃত ঘোষণা করেন'।

এরআগে গত শুক্রবার (১১ নভেম্বর)  সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শজিমেক হাসপাতালে ভর্তি হন কমলেশ মোহন্ত শানু। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) হস্তান্তর করা হয়। অবশেষে জীবন যুদ্ধে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন  তিনি। তার মরদেহ বেলা বারোটার দিকে বগুড়া প্রেসক্লাবে আনা হয়। সেখানে সর্বস্তরের সাংবাদিকগণ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ফুলবাড়ী শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, জাতীয় সাংবাদিক সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও অন্যান্য সংগঠনসমূহ।



ডেল্টা টাইমস্/পারভীন লুনা/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com