করোনায় আক্রান্ত নাসিম শাহ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() করোনায় আক্রান্ত নাসিম শাহ তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হলেও শারীরিক জটিলতা নেই নাসিমের। তাই হাসপাতালে ভর্তি রাখা হয়নি তাকে। বরং নিজ বাসা থেকেই চিকিৎসা নেবেন এ তরুণ গতিতারকা। অবশ্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পারবেন না নাসিম। আগামী ৭ অক্টোবর নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও তাকে পাওয়ার সম্ভাবনা খুব কম। মঙ্গলবার রাতে বুকে ভাইরাল ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি করা হয় নাসিমকে। তখন জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। তবে হাসপাতালে যথাযথ ব্যবস্থা নেওয়ার পর টিম হোটেলে চলে যান নাসিম। হাসপাতালে যাওয়ার পর রাতেই করোনা পরীক্ষা করা হয় নাসিমের। আজ সেই পরীক্ষার ফল পেলে করোনা পজিটিভ শনাক্ত হন নাসিম। তাই এখন করোনা বিধিনিষেধ মেনেই পূর্ণাঙ্গ চিকিৎসা হবে তার। ডেল্টা টাইমস্/সিআর/এমকে
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |