শাওন হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ফখরুল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() শাওন হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ফখরুল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নিহত যুবদল নেতা শাওনের জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘শাওনের রক্ত বৃথা যেতে দেব না। সরকার পতনের মধ্য দিয়ে শাওন হত্যার বিচার করবো। সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’ শুক্রবার মাগরিব নামাজের কিছু আগে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে শাওনের লাশ নয়াপল্টনে নিয়ে আসা হয়। নামাজ শেষে সেখানে জানাজা অনুষ্ঠিত হয় এবং বিএনপি নেতারা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, আবদুস সালাম আজাদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সুলতান সালাউদ্দীন টুকু, মামুন হাসান, মোনায়েম মুন্নাসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। জানাজা শেষে শাওনের মরদেহ মুন্সীগঞ্জে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন স্বজনরা। জানাজা শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় মশাল মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্সীগঞ্জ জেলার মীর কাদিম পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন। গত বুধবার (২১ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শাওন আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বিএনপির দাবি, পুলিশের গুলিতে মারা গেছেন শাওন। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |