দুই মাসের শিশুসহ মায়ের প্রাণ গেল সড়কে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() দুই মাসের শিশুসহ মায়ের প্রাণ গেল সড়কে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফাতেমা আক্তার (১৯) ও তার দুই মাস বয়সী ছেলে সোয়াদ। ফাতেমা আক্তার টেকনাফের লম্বাবিল এলাকার বাসিন্দা আবুল কাশেমের স্ত্রী। উক্ত ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মনিরুল ইসলাম। মো. মনিরুল ইসলাম জানান, দুপুরে সিএনজিচালিত অটোরিকশা টেকনাফ থেকে যাত্রী নিয়ে উখিয়া অভিমুখে যাচ্ছিলেন ড্রাম ট্রাকটি বেপরোয়া গতিতে টেকনাফ যাচ্ছিলো, লম্বাবিল এলাকায় ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়। আহত হয় আরও ২ জন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়৷ মনিরুল আরও জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |