শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

ওয়ার্নারের অন্যরকম রেকর্ড
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২, ১০:৫৬ এএম | অনলাইন সংস্করণ


ওয়ার্নারের অন্যরকম রেকর্ড
হোবার্টে চলতি অ্যাশেজের শেষ টেস্টে শুক্রবার ছিল প্রথম দিনের খেলা। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ট্রেভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচে ফিরে অজিরা। দিন শেষে ৬ উইকেটে অজিদের সংগ্রহ ২৪১ রান।

অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এই ম্যাচে ভেঙেছেন ৩৪ বছরের রেকর্ড। নিজের নাম লিখিয়েছেন রেকর্ডবুকে।

এদিন দিনের শুরুতেই ১২ রান তুলতে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ব্যাকফুটে চলে যায় । যেখানে ২১ বল খেলেও কোনো রান পাননি ওয়ার্নার। ২২তম বলে আউট হন তিনি। ফলে অ্যাশেজে ২১ বল অপরাজিত থেকেও শূণ্যরানে আউট হওয়ার রেকর্ডটা এখন তার দখলে। একই ম্যাচে স্টিভ স্মিথও ফেরেন শূণ্য রানে। 

১৯৮৮ সালে সাবেক অজি ডানহাতি ব্যাটসম্যান শ্যামই জোন্স ২০ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছিলেন। এতোদিন রেকর্ডটা তার দখলেই ছিল।
শুধুমাত্র অ্যাশেজে দুই দলের ব্যাটসম্যানদের হিসেব করলে এই রেকর্ডটির মালিকানা রয়েছে সাবেক ইংলিশ ওপেনার ব্রায়ান লকহার্স্টের। ১৯৭১ সালের অ্যাশেজে সিরিজে ব্রায়ান ২৯ বল খেলেও কোনো রান করতে পারেননি।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলে শূণ্য রানে আউট হওয়ার রেকর্ডের একক মালিক নিউজিল্যান্ডের সাবেক ওপেনার ড্যারেন ম্যারি। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ বল খেলেও রানশূণ্য ছিলেন তিনি।

তবে টেস্ট ক্রিকেটে যে কোনো পজিশনে ব্যাট করে সর্বোচ্চ ৭৭ বল খেলে রানের দেখা না পাওয়ার রেকর্ডটা এখনো জিওফ অ্যালটের দখলে। 



ডেল্টা টাইমস্/সিআর/একেআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com