লঞ্চে আগুন : ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ শাহিনুর খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ![]() লঞ্চে আগুন : ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে শাহিনুর খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি আইসিইউর ১৮ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ২৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। গত ২৪ ডিসেম্বর তাকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ভর্তি হয়। ৬ দিন চিকিৎসা দেওয়ার পর মারা যান তিনি। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |