শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

রংপুর মেডিকেলে প্রণোদনার দাবিতে নার্সদের বিক্ষোভ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৭ অক্টোবর, ২০২১, ১:৩১ পিএম | অনলাইন সংস্করণ

করোনাকালীন প্রণোদনার দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিমকে অবরুদ্ধ করে প্রধান ফটকে তালা দিয়েছেন হাসপাতালের নার্সরা।

রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেননা বলে ঘোষণ দিয়েছেন তারা।

হাসপাতালের নার্স ফজলে রাব্বি লিখন বলেন, ‘সরকার আমাদেরকে দুটি বেসিক পরিমাণ প্রণোদনার ঘোষণা দিয়েছে। ডাক্তার-কর্মচারী সবাই পেয়েছেন। কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। সবশেষ গত মাসের ২২ তারিখে তালিকা দিয়েছি। কিন্তু সেই তালিকা পাঠানো হয়নি। আমরা যতটুকু জেনেছি, প্রণোদনার টাকা ফেরত গেছে। এ নিয়ে পরিচালকের কাছে জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।’

নার্স শাহিনা পারভীন বলেন, ‘আমরা বারবার তার কাছে গিয়েছি, তালিকা দিয়েছি। কিন্তু তিনি তালিকা পাঠাননি। আমরা কাজে যোগ দেব না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফোরকান আলী বলেন, ‘সকাল সাড়ে দশটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে গেলে তিনি অশোভন আচরণ করেন। ফুলদানি রাগে ছুড়ে ফেলেন, টেলিফোন ছুড়ে ফেলেন। আমরা তো তার কাছে করুণা চাচ্ছি না। তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আমাদের দাবি পূরণ না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
তবে এ নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে কোনো মন্তব্য করতে চাননি হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম।



ডেল্টা টাইমস্/সিআর/আরকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com