|
থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ বুধবার (২২ এপ্রিল) গ্রুপে শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হারলেও গ্রুপ সেরা হতে কোনও বাধা থাকবে না। মঙ্গলবার ম্যাচে থাইল্যান্ড চোখে চোখ রেখে খেলার চেষ্টা করেছে। তবে ২৩ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন। ৬ মিনিট পর থাইল্যান্ড ম্যাচে সমতায় ফেরে। থাইচ্যাট ক্রেউইচ আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে হতাশ করেন। ৩৪ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। আরশাদ হোসেন আক্রমণ থেকে গোল করে লাল-সবুজ দলকে এগিয়ে নেন। এরপর এই স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ ম্যাচ শেষ করে। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |