মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ৩০ আশ্বিন ১৪৩১

আন্ডারওয়ার্ল্ড থেকে কত হুমকি পেয়েছি: বিবেক
বিনোদন প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৭ এএম | অনলাইন সংস্করণ

আন্ডারওয়ার্ল্ড থেকে কত হুমকি পেয়েছি: বিবেক

আন্ডারওয়ার্ল্ড থেকে কত হুমকি পেয়েছি: বিবেক

ফিল্ম ইন্ডাস্ট্রিতে কত অপমান সইতে হয়, কত হুমকির মধ্য দিয়ে যেতে হয়, পেশাগত জীবনের সেই কঠিন কথাগুলো শেয়ার করলেন বলিউডের এক সময়ের অতি পরিচিত অভিনেতা বিবেক ওবেরয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে ঘটে যাওয়া কঠিন সময়ের বাস্তবতাগুলো শেয়ার করতে গিয়ে তিনি বলেন, বেশ কিছু লোক তার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করেছিল। বলেন, ‘আমি এটুকু বলতে পারি খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা কেমন হয়। কিছু অভিজ্ঞতা এতটাই তীব্র হয়, যা নিরাময় হতে সময় লাগে তবুও প্রতিবার মনে হয় ক্ষতটি নিরাময় হওয়া সম্ভব, আরও বেশি যন্ত্রণা পাওয়ার থেকে। যা জীবনের বড় চ্যালেঞ্জ বলা যায়।’

এ অভিনেতার কথায়, তার সমস্যা শুরু হয়েছিল ইন্ডাস্ট্রির ‘কর্তা স্থানীয় ব্যক্তিরা’ যখন অভিনেতার বিরুদ্ধাচরণ করতে শুরু করেছিল। যার ফলে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকির সম্মুখীনও হতে হয় তাকে।

তিনি আরও বলেন, ‘আমার ক্ষেত্রে মেনে নেওয়া কঠিন ছিল। আমি ট্রোলিং, জনসমক্ষে অপমানের সম্মুখীন হয়েছিলাম। কোনও সিনেমায় সই করার পরে হঠাৎ প্রকল্পগুলো আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং আমি আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকিও পেয়েছি। পুলিশকে আমাকে সিকিউরিটি দিতে হয়েছিল। 

শেষে বিবেক জানান, যা তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন দুটো বিষয়কেই প্রভাবিত করেছিল।  তাকে পরিবারের নিরাপত্তার বিষয়েও চিন্তা করতে হয়েছে। কারণ, একটা সময় বিষয়গুলো চরম পর্যায়ে চলে গিয়েছিল। তখন তিনি সিকিউরিটি নিয়েও ভাবতে থাকেন তার মা, বোন এবং বাবার কী হবে?

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে বিবাদের কারণেও বিবেকের ক্যারিয়ারে সমস্যা দেখা দেয়। ২০০৩ সালে একটি সাংবাদিক সম্মেলনের সময়, বিবেককে ঐশ্বরিয়ার সঙ্গে তার সম্পর্কের কারণে সালমান তাকে হুমকিও দিয়েছেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com