কালাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউনও’র মতবিনিময় সভা
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ কার্যালয়ে উপজেলার সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন। এতে অংশ নেন কালাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক এটিএম সেলিম সরোয়ার শিপন, কালাই উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ মো. আব্দুল্লাহ করিম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব কালাই-এর সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লাইনার। এছাড়াও আগামী টিভির জেলা প্রতিনিধি ও ভোরের ডাক এবং ডেল্টা টাইমস এর কালাই উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক আমাদের সময় এর কালাই উপজেলা প্রতিনিধি আবদুন নুর নাহিদ, দৈনিক বাংলা জেলা প্রতিনিধি রাব্বিউল হাসান রমি, দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি এস এম আব্দুল্লাহ সউদ, দৈনিক মুক্ত খবরের কালাই জেলা প্রতিনিধি ফারুক হোসেন, বাংলাদেশ সমাচারের কালাই উপজেলা প্রতিনিধি মোকাররম হোসেন, নয়া দিগন্তের কালাই উপজেলা প্রতিনিধি মুনসুর রহমান, ভোরের কথা কালাই উপজেলা প্রতিনিধি জীবন তালুকদার লিটন, দৈনিক চাঁদনি বাজারের কালাই উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান নয়ন, উত্তরের দর্পণের প্রতিনিধি জাহিদুল ইসলাম, আমার সংবাদ এর কালের উপজেলা প্রতিনিধি রনি আকন্দ, দৈনিক মুক্ত সকালের প্রতিনিধি সামিউল হক, এডিবি বাংলার স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ, সকাল বিকালের প্রতিনিধ আব্দুল হাই, সাংবাদিক মোসাদ্দেক ইসলাম চঞ্চল এবং সিনিয়র সাংবাদিক আমিনুর ইসলাম প্রমুখ। এ সময় সাংবাদিকরা উপজেলায় মদ, জুয়া, ইভটিজিং সহ নানা অপরাধ ও অপকর্মের বিষয় তুলে ধরলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। কালাই উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই, উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি। শামিমা আক্তার জাহান ৩৫তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন। গত ১১ সেপ্টেম্বর কালাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে তার কার্যক্রম শুরু করেন । ডেল্টা টাইমস/মো. মিজানুর রহমান/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |