বগুড়ার শেরপুরে ভোজ্যতেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নিহত ৪
শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া):
|
বগুড়ার শেরপুরে ভোজ্যতেলের কারখানায় রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে ৪জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্টস্ লিমিটেড নামের রাইস ব্র্যান তেল উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন মো. ইমরান (৩২), মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১), মো. মনির (২৮)। এরা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, মজুমদার প্রোডাক্টস্ লিমিটেড নামের ওই কারখানায় ৫০ ফুট উচ্চতার একটি রিজার্ভ ট্যাংকে তেল সংরক্ষণ করা ছিল। চারজন শ্রমিক বৈদ্যুতিক ওয়েলডিং মেশিন দিয়ে ট্যাংকের চূড়ায় মেরামতের কাজ করছিলেন। এসময় রিজার্ভ ট্যাংকটি বিস্ফোরিত হলে চারজন শ্রমিক নিচে পড়ে যায়। পরে ঝলসে যাওয়া ৪ শ্রমিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এতথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেডএইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |