বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১

বিজয়ের দিনে পুলিশের গুলিতে নিহত পীরগাছার মামুন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৩:৪৭ পিএম আপডেট: ০৬.০৮.২০২৪ ৩:৫৮ পিএম | অনলাইন সংস্করণ

বিজয়ের দিনে পুলিশের গুলিতে নিহত পীরগাছার মামুন

বিজয়ের দিনে পুলিশের গুলিতে নিহত পীরগাছার মামুন

বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয়ের দিনে রংপুর জেলাধীন পীরগাছা থানার পাওটানাহাট এলাকার গার্মেন্টস ব্যবসায়ী মো. মামুন (৩৬) ঢাকার মিরপুর ১ নম্বরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিহত মামুন ছাওলা ইউনিয়নের আদম গ্রামের স্থায়ী বাসিন্দা।

তার বাবা নাম আজগর আলী, মা মােছা. তাসলিমা বেগম ছেলের মৃত্যুতে শোকে মূহ্যমান। তাদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গত সোমবার ৫ আগষ্ট সকাল ১০টার দিকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ ফ্যাসনের উদ্দেশ্যে যাত্রা পথে মিরপুর-১ নম্বরে পৌছামাত্র পুলিশের গুলিতে নিহত হন বলে পরিবার সূত্রে জানা যায়। নিজ মালিকানাধীন বিসমিল্লাহ ফ্যাসনের অবস্থা দেখার জন্য বাসা বের হয়েছিলেন বলে পরিবার জানায়।
উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামের আজগার আলীর ছেলে মামুন কয়েক বছর হতে ঢাকায় গার্মেন্টস ব্যবসা করেন। মৃতুর সময় তার স্ত্রী, মা-বাবা, ১ ভাই ২ বোন রেখে গেছেন।

পরিবারের দাবি সকাল-১০টার দিকে মিরপুর ১ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এসময় পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য। এসময় পুলিশের গুলিতে মামুন নিহত হয়। নিহতের লাশ ঢাকা হতে পীরগাছায় নিয়ে আসার পর আজ সকাল ১০টায় পাওটানার স্থানীয় বটতলী শাহী ঈদগাহ্ মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। ওই জানাজায় প্বার্শবর্তী তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

ডেল্টা টাইমস/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com