১৩ এপ্রিল : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
আজ শনিবার, ১৩ এপ্রিল ২০২৪। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৭৪১- যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমী স্থাপিত হয়। ১৭৭২- ওয়ারেন হেস্টিংস বাংলার গবর্নর নিযুক্ত হন। ১৮৫৫- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত ‘বর্ণ পরিচয়’ প্রথম প্রকাশিত হয়। ১৮৯৩- গোকুল দাস ও দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ প্রথম প্রকাশিত হয়। ১৯১৯- রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাসংঘটিত হয়। ১৯১৯- প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৬৪- ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন। ১৯৬৬- বিমান দূর্ঘটনায় ইরাকি কর্নেল, রাজনীতিবিদ ও ইরাক ২য় রাষ্ট্রপতি আবদুস সালাম আরিফ মারা যান । ১৯৭৫- লেবাননের গৃহ যুদ্ধের সময় খৃষ্টান উগ্রবাদী ফ্যালানজিষ্ট দলের আধাসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে ৩০ জন ফিলিস্তিনী নিহত হয়। ১৯৭৫- বৈরুতে মুসলামান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয়। ১৯৯৭- আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ২০০৪- সুপারসনিক বিমান কনকর্ড শেষবারের মতো আকাশে ওড়ে। জন্ম ১৫১৯- ক্যাথরিন ডি’ মেডিকি, তিনি ছিলেন ফ্রান্সের দ্বিতীয় হেনরি এর ইতালীয় বংশোদ্ভূত ফরাসি স্ত্রী। ১৫৭০- গায় ফাওকেস, তিনি ছিলেন ইংরেজ সৈনিক ও বারূদ চক্রান্ত পরিকল্পনাকারী। ১৭৪৩- টমাস জেফারসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি। ১৯০৬- স্যামুয়েল বেকেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ ফরাসি লেখক, নাট্যকার ও পরিচালক। ১৯১৩- শেমাস্ হীনি, তিনি ছিলেন ১৯৯৫ সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ লেখক। ১৯২২- জুলিয়াস নয়েরেরে, তিনি ছিলেন তাঞ্জানিয়া শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি। ১৯৩৯- শেমাস্ হীনি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি ও নাট্যকার। ১৯৪০- জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক ও শিক্ষক। ১৯৪১- মাইকেল স্টুয়ার্ট ব্রাউন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট। ১৯৪৯- ক্রিস্টোফার হিচেনস, তিনি ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ও লেখক। ১৯৫০- রন পেরলমান, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক। ১৯৬০- রুডি ফোলার, তিনি সাবেক জার্মান ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার। ১৯৬৩- গ্যারি কিমোভিচ কাসপারভ, তিনি দাবা গ্র্যান্ডমাস্টার ও প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। ১৯৭৮- কার্লেস পুয়ল, তিনি স্প্যানিশ ফুটবলার। ১৯৮৩- ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ, তিনি চিলির ফুটবলার। ১৯৮৪- এন্দারস রোজেনক্রান্তজ লিন্ডেগার্দ, তিনি ডেনিশ ফুটবলার। ১৯৮৮- অ্যান্ডারসন লুইজ দে অ্যাব্রু অলিভিয়েরা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার। মৃত্যু ০৮১৪- ক্রুম, তিনি ছিলেন বুলগেরিয় শাসক। ১৬৯৫- জাঁ ডে লা ফন্টাইনে, তিনি ছিলেন ফরাসি লেখক ও কবি। ১৮৮২- ব্রুনো বাউয়ের, তিনি ছিলেন জার্মান ইতিহাসবিদ ও দার্শনিক। ১৯৪৫- আর্নেস্ট কাসিরের, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত আমেরিকান দার্শনিক ও শিক্ষাবিদ। ১৯৫৬- এমিল নল্ডে, তিনি ছিলেন ডেনিশ বংশোদ্ভূত জার্মান চিত্রকর ও শিক্ষাবিদ। ১৯৬৬- জর্জ দুহামেল, তিনি ছিলেন ফরাসি লেখক। ১৯৭৫- ফ্রাঙ্কইস টম্বাল্বায়ে, তিনি ছিলেন চাঁদের সৈনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও অ১ম রাষ্ট্রপতি। ১৯৯৩- ওয়ালেস স্টেগ্নার, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক। ২০১৫- এডুয়ার্ডো গালেয়ানো, তিনি ছিলেন উরুগুয়ের সাংবাদিক ও লেখক। ২০১৫- গুন্টার গ্রাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও অঙ্কনশিল্পী। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |