সোমবার ২৯ মে ২০২৩ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

সেরা হতে শুরু থেকেই মেলে ধরতে হবে: সাকিব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৮:১১ পিএম | অনলাইন সংস্করণ

সেরা হতে শুরু থেকেই মেলে ধরতে হবে: সাকিব

সেরা হতে শুরু থেকেই মেলে ধরতে হবে: সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২০৭ রান করে বৃষ্টি আইনে জিতেছে বাংলাদেশ। ১৭ ওভারে নেমে আসা দ্বিতীয় ম্যাচে ২০২ রান করে তুলে নিয়েছে টি-২০তে নিজেদের দ্বিতীয় সেরা ৭৭ রানের জয়।

ওই জয়ের পর অধিনায়ক সাকিব জানিয়েছেন, পূর্বের ম্যাচগুলোর মতো ধারাবাহিক ভালো ক্রিকেটে মনোযোগ ছিল তাদের।

ব্যাট হাতে ২৪ বলে ৩৮ ও বল পায়ে ২২ রানে পাঁচ উইকেট নেওয়া সাকিব বলেছেন, ‘গত কয়েক ম্যাচের মতো পারফর্ম করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। আমরা যদি সেরা দল হতে চাই, উইকেটে গিয়ে শুরু থেকেই নিজেকে মেলে ধরতে হবে। ওভাবেই খেলার সিদ্ধান্তেই নিয়েছিলাম আমরা।’

ব্যাটিং করার সময়ই সাকিব বুঝে ফেলেছিলেন কৌশলী হলে উইকেট থেকে সুবিধা আদায় করে নেওয়া সম্ভব। হ্যারি টেক্টরের ধীরে বল খেলতে অসুবিধা হচ্ছিল বলেও জানান তিনি। ওই চিন্তা থেকেই শুরুতে বোলিংয়ে আসেন বলে উল্লেখ করেছেন সাকিব।

তিনি বলেন, ‘টেক্টর স্লো বল করলে তা বেশ ঘুরছিল। তখনই আমার মনে হয়েছিল, স্পিনারদের জন্য সুবিধা আছে। সেজন্য শুরুতে হাত ঘুরানোর সিদ্ধান্ত নিই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলে ৩-০ করার কথা ভাবে। বড় দলের মতো আমরাও তেমনই ভাবছি।’

টি-২০ অধিনায়ক সাকিব জানিয়েছেন, শেষ ম্যাচে তারা নতুন দুই-একজনকে সুযোগ দিতে চান। তাতে আইরিশদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনায় কোন পরিবর্তন আসবে না। তার মতে, একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com