চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন: ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
চট্টগ্রাম প্রতিনিধি:
|
![]() চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন: ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল মনোনয়নপত্র বাতিল হওয়া তিনজন হলেন- স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ রমজান আলী ও ন্যাশনাল পিপলস পার্টির (ন্যাপ) কামাল পাশা। আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গেলে নিয়ম অনুযায়ী নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরসম্বলিত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। কিন্তু স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ রমজান আলী তা জমা দেননি। অন্যদিকে ঋণখেলাপি হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয় ন্যাশনাল পিপলস পার্টি নেতা কামাল পাশার। যাচাই-বাছাইয়ের এখন প্রার্থীতা টিকে রয়েছে তিনজনের। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে দুইজন স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ সমর্থকের স্বাক্ষর না থাকায় এবং ঋণখেলাপি হওয়ায় আরেকজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’ ডেল্টা টাইমস্/দিদারুল আলম/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |