রান্নাঘরে ঢুকে রুটি বানালেন বিল গেটস
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বিল গেটস : ফাইল ছবি ৬৭ বছর বয়সেও তিনি থেমে থাকতে রাজি নন, প্রতিদিনই কিছু না কিছু শিখছেন। কিন্তু এত কিছু অর্জন করার পরেও, অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠার পরেও, তিনি একটি কাজ করতে গিয়ে রীতিমতো হিমশিম খেলেন । বিলিয়নিয়ার বিল গেটস ভারতীয় খাবার বেশ পছন্দ করেন। সম্প্রতি তার রান্নাঘরে একজন উত্তর ভারতীয় শেফকে নিয়ে এসেছেন রুটি বানানোর জন্য। সম্প্রতি আমেরিকান সেলিব্রিটি শেফ ইতান বার্নাথের সাথে একটি ভিডিওতে দেখা গেছে গেটসকে এবং সেখানে তিনি নিজেই রুটি তৈরি করার চেষ্টা করেছেন। ইতান টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন এবং লিখেছেন, বিলগেটস এবং আমি একসঙ্গে ভারতীয় রুটি তৈরি করছিলাম। আমি সবেমাত্র ভারতের বিহার থেকে ফিরে এসেছি যেখানে আমি গম চাষীদের সাথে দেখা করেছি। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |