শাহজালালে ইউএস বাংলার বাস থেকে ১৪ কোটি টাকার সোনা জব্দ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() . বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার, ২ অতিরিক্ত কমিশনার, ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঢাকা কাস্টমস হাউস। দুবাই থেকে আসা ইউএস বাংলার বিএস ফ্লাইটটি সকাল ৬টা ৫৮ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। এরপর ঢাকা কাস্টমস হাউসের অভিযানিক চৌকস টিম পুরো বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর বিমানবন্দরের ভেতরে থাকা ইউএস বাংলা এয়ারলাইন্সের ৫টি বাসে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে ঢাকা মেট্টো-স-১২-০১১৩ নম্বর বাসটির সিটের নিচ থেকে কালো স্কসটেপে মোড়ানো ৪টি বান্ডেল পাওয়া যায়। যার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ১২০টি সোনার বার। যার ওজন প্রায় ১৪ কেজি। বাংলাদেশি টাকায় বাজার মূল্য ১৩ কোটি ৫০ লাখ টাকা। কাস্টমস কর্মকর্তারা জানান, যে বাসটি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে সেটির চালকের নাম মো. হারুনুর রশিদ। সে গাজীপুরের তেলিহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। জিজ্ঞাসাবাদে চালক হারুনুর রশিদ যে স্থানে সোনার বারগুলো লুকায়িত ছিল সে স্থানটি শনাক্ত করেন। ওই সময়ে বাসটিতে অন্য কোনো যাত্রী ছিল না। বিধায় প্রাথমিকভাবে প্রতিয়মান হয় গাড়ি চালক কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্রের সাথে যোগসাজশে সোনার বারগুলো চোরাচালানের প্রচেষ্টা গ্রহণ করে। সোনার বারগুলো ২৪ ক্যারেটের। জব্দ করা ইউএস বাংলার মালিকানাধীন র্যাম বাসটি সিভিল এভিয়েশন অথরিটির জিম্মায় রাখা হয়েছে। জব্দ করা অন্যান্য আলামত বিমানবন্দর থানায় জমা করা হয়। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |