মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হলেন মাহমুদুল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হলেন মাহমুদুল মঙ্গলবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. সামসুল আরেফিনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, বাস্তবায়নাধীন ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবার ট্রান্সপোর্ট প্রকল্প (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)’ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মহিরুল ইসলামের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। এছাড়া অন্য এক আদেশে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুনর্বাসন) মোহাম্মদ ফরিদুল আলমের চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |