সুবর্ণচরে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালী প্রতিনিধি:
|
![]() সুবর্ণচরে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৩ নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে পাশে আছি সব সময় শীতার্তদের মাঝে এই স্লোগানে চরজব্বর থানায় প্রাঙ্গণে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন,চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস, ওসি তদন্ত জয়নাল আবেদীন, এস আই সালেহ উদ্দিন , এস আই তৌহিদ মুরাদ, এস আই মোজাম্মেল হোসেন, এস আই মনির হোসেন, এস আই আনিস মাহমুদসহ চর জব্বর থানার পুলিশ সদ্যসগণ, চর আমান উল্যাহ ইউনিয়নের ইউপি সদস্য মো সিদ্দিক উল্যাহ ও এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের সকল সচেতন নাগরিক এগিয়ে এলে অসহায় মানুষ গুলো একটু স্বস্তি পাবে। ডেল্টা টাইমস্/মোঃ আবদুল্যাহ চৌধুরী/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |