বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ চৈত্র ১৪২৯

নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৩:০৭ পিএম | অনলাইন সংস্করণ

নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন

নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন

সিরাজগঞ্জে নানিকে হত্যার দায়ে মো. সিয়াম শেখ (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। সিয়াম শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়ার মৃত মো. রফিকুল ইসলাম শেখের ছেলে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট ওয়াছ করনী লকেট বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে নানির বাড়িতে যান। এসময় নানি ওয়াজেদা খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বৃদ্ধা নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যান সিয়াম। পরে স্থানীয়রা আহত বৃদ্ধাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান ওই বৃদ্ধা।

এ ঘটনায় বৃদ্ধার ছেলে ইউসুফ আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে একমাত্র আসামি সিয়াম শেখ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আসামির নামে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ২০২১ সালের ১৩ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৮ জনের সাক্ষ্য নেন আদালত। শুনানি শেষে আজ মঙ্গলবার এ রায় দেন বিচারক।

সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, আসামি এই মুহূর্তে আদালতের হাজতখানায় আছেন। তাকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।




ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com