অস্ট্রেলিয়ার ওলংগংয়ে বাংলাদেশীদের আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত
মিলি সাহা, অস্ট্রেলিয়া থেকে:
|
![]() অস্ট্রেলিয়ার ওলংগংয়ে বাংলাদেশীদের আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ইলাওয়ারা শোলহ্যাভেন বেঙ্গলি এসোসিয়েশনের উদ্যোগে এ পূজা অনুষ্ঠিত হয়। পূর্ণ্যার্থীরা মন্ত্র, ভোগ, অঞ্জলী, ও প্রসাদ প্রদানের মধ্য দিয়ে পূজা উদযাপন করেন। এছাড়াও শিশু-কিশোর ও বড়দের অংশগ্রহণে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওলংগংয়ে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী এবং ওলংগং বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থীরা এ পূজার আয়োজন করেন। অস্ট্রেলিয়ায় বসাবসরত ভারতীয় ও অন্যন্য ধর্মাবলম্বীরাদের অনুপ্রেরণা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পূজা আয়োজন করতে পেরে উচ্ছ্বাস করেছে সনাতন বাংলাদেশীরা। এরে আগে ওলংগংয়ে বসবাসরত বাংলাদেশীদের পূজা পালনের জন্য সিডনিতে যেতে হতো। কিন্তু প্রথমবারের মতো পূজার আয়োজন করতে পেরে সনাতন ধর্মালম্বীদের মাঝে আনন্দ বিরাজ করছে। ইলাওয়ারা শোলহ্যাভেন বেঙ্গলি এসোসিয়েশনের পক্ষ থেকে প্রথমবারের মতো পূজার আয়োজন শেষে ওলংগংগে অবস্থিত সনাতন ধর্মাবলম্বী ছাত্র ও পেশাজীবী এবং অন্যান্যদের নিয়ে প্রতিবছর পূজা আয়োজনের আশাব্যক্ত করেন। লেখক: পিএইচডি শিক্ষার্থী,ওলংগং বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |