জাতীয় প্রেসক্লাবের নতুন সভাপতি ফরিদা সম্পাদক শ্যামল
নিজস্ব প্রতিবেদক :
|
জাতীয় প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। শনিবার (৩১ ডিসেম্বর) দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। বিপরীতে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। আর সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। দুই বছর মেয়াদী এই নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক পদে আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী বিজয়ী হয়েছেন। এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |