এবার বলিউডে জয়া আহসান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() এবার বলিউডে জয়া আহসান সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ‘করক সিংহ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করবেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় অভিনয় করবেন জয়া। এ ছাড়া থাকবেন পঙ্কজ ত্রিপাঠি। যদিও এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে মুখ খোলেননি জয়া। ছবির ব্যবস্থাপনা দায়িত্বে থাকা সংস্থার সূত্রে এই তথ্যটি প্রকাশ করেছে গণমাধ্যমটি। এ ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন ‘দিল বেচারা’ ছবির অভিনেত্রী সাঞ্জানা সাংভি। এর বাইরে কলকাতা থেকে বেশ কয়েকজন বাঙালি অভিনয়শিল্পী অভিনয় করবেন এতে। ‘করক সিংহ’ ছবির বিষয়বস্তু মূলত আর্থিক কেলেঙ্কারি। তবে ছবির গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না—তা নিশ্চিত ভাবে এখনই বলা যাচ্ছে না। ছবির শুটিং কলকাতা ও মুম্বাই, দুই জায়গায় হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইতে শুরু হতে চলেছে এই ছবির কাজ। তারপর কলকাতায় টানা ২০-২৫ দিনের শিডিউল রয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |