শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

আয়া সোফিয়া মসজিদে এসে অভিভূত মার্কিন পর্যটক
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১:৫৩ পিএম | অনলাইন সংস্করণ

আয়া সোফিয়া মসজিদে এসে অভিভূত মার্কিন পর্যটক

আয়া সোফিয়া মসজিদে এসে অভিভূত মার্কিন পর্যটক

বিশ্ব ঐতিহ্যের অনন্য স্থাপনা আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে ভ্রমণে এসে অভিভূত হয়েছেন এক আমেরিকান পর্যটক। তুরস্কের ইস্তাম্বুলের অবস্থিত এ মসজিদে প্রবেশ করতেই নিজের মধ্যে ইসলামের প্রতি বিশেষ অনুরাগ অনুভব করেন তিনি।

তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড থেকে জানা যায়, আয়া সোফিয়া মসজিদে বার্তিন প্রদেশের কয়লার খনিতে নিহতদের জন্য পবিত্র কোরআন পাঠ ও দোয়া করা হচ্ছিল। এমন সময় আন্তোনিও নামের এক আমেরিকান পর্যটক মসজিদে এসে জানালেন যে তিনি ইসলাম গ্রহণ করতে চান।

এরপর তাঁকে কালেমা শাহাদাহ পাঠ করানো হয়।  

এসময় অন্যরা তাঁকে অভিবাদন জানিয়ে তাকবির ধ্বনি দিতে থাকে। তার নাম পরিবর্তন করে মুহাম্মদ ফাতিহ রাখা হয়। সুলতান মুহাম্মদ আল-ফাতিহ ১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয় করেছিলেন।  

১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয়ের আগ পর্যন্ত ৯১৬ বছর আয়া সোফিয়া খ্রিস্টানদের গির্জা হিসেবে ব্যবহৃত হয়। এরপর ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর তা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। এরপর থেকে ৮৬ বছর ঐতিহাসিক এ স্থাপনাকে জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। ১৯৮৫ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয় এই স্থাপনাকে।   

২০২০ সালে তা পুনরায় মসজিদের রূপে ফিরে যায়। মসজিদ হলেও তা সব ধর্মের পর্যটকের জন্য উন্মুক্ত রয়েছে। দীর্ঘ ৮৬ বছর পর ২০২০ সালের ২৪ জুলাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের উপস্থিতিতে তাতে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। তুরস্কের সবচেয়ে বেশি দর্শনীয় স্থাপনাগুলোর মধ্যে ১৫০০ বছরের পুরনো এ স্থানটি অন্যতম।   --- সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও আলজাজিরা মুবাশির




ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com