আওয়ামী লীগ ললিপপ চুষবে না: কাদের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (২৮ নভেম্বর) বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামালপুর জিলা স্কুল মাঠে ত্রিবার্ষিক এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির সম্মেলনে বাধা দেওয়া হবে না। তবে বিএনপি লাঠি নিয়ে এলে আওয়ামী লীগ ললিপপ চুষবে না।’ এর আগে দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে, তাদের সমাবেশ বন্ধ করার জন্য ডিসেম্বরের ৮ তারিখে ছাত্রলীগের সম্মেলন ডাকা হয়েছে। কিন্তু আমাদের নেতা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দরকার নেই, তারা সমাবেশ করুক, সময়টা বদলে দিন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা ছাত্রলীগের সম্মেলনের সময়টা এগিয়ে নিয়ে এসেছি। এটা আপনাদের (বিএনপির) আন্দোলনের ফসল না, এটা শেখ হাসিনার উদারনৈতিকতার ফসল। যে উদারতার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডিত হয়ে কারাগারে থাকার কথা, সেখানে নির্বাহী আদেশে শেখ হাসিনা তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছেন। এ সময় তিনি জানান, ১০ ডিসেম্বর আওয়ামী লীগের একজন নেতাকর্মীও বিএনপির সমাবেশের ধারে-কাছেও যাবে না। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |