দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ছবি: সংগৃহীত সোমবার (২৮ নভেম্বর) ভোরে পৌর এলাকার আজাদমোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, বালুবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথরবোঝাই আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক এবং গুরুতর আহত অবস্থায় সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, চালকের মরদেহ থানায় ও সহকারীর মরদেহ হাসপাতালে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |