বুধবার ২২ মার্চ ২০২৩ ৮ চৈত্র ১৪২৯

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১১:২৫ এএম | অনলাইন সংস্করণ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে থেমে থাকা ট্রাকে পাথরবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিরাজ শেখের ছেলে ট্রাকচালক শিলন মিয়া (৪০) ও আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে সহকারী সাইফুল ইসলাম (২২)। তারা দুজনে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাঁশয়ারা গ্রামের বাসিন্দা।

সোমবার (২৮ নভেম্বর) ভোরে পৌর এলাকার আজাদমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, বালুবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথরবোঝাই আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।

এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক এবং গুরুতর আহত অবস্থায় সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, চালকের মরদেহ থানায় ও সহকারীর মরদেহ হাসপাতালে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেল্টা টাইমস্/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com